ঠাকুরগাঁওয়ে ৬ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে প্রকৃচি, বিসিএস ২৬ ক্যাডার, নন-ক্যাডার ও ফাংশনাল সার্ভিস সমন্বয় কমিটি। আজ বুধবার দুপুরে ঠাকুরগাঁও চৌরাস্তা মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় বক্তব্য রাখেন প্রকৃচি, বিসিএস ২৬ ক্যাডার, নন-ক্যাডার ও ফাংশনাল সার্ভিস সমন্বয় কমিটির সভাপতি ও সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক সরকারি কলেজের সহযোগী অধ্যাপক সামসুল আলম, কৃষি বিভাগের উপপরিচালক আরশেদ আলী, প্রকৌশলী জাহাঙ্গীর আলম, ডা. আবু মো. খায়রুল কবীর, কৃত্রিম প্রজনন কেন্দ্রের সহকারী পরিচালক ডা. দেবাশীষ রায়।
বিডি-প্রতিদিন/২৮ অক্টোবর ২০১৫/শরীফ