বেতন বৈষম্য নিরসন ও মর্যাদা সমুন্নত রাখার লক্ষ্যে ৬ দফা দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে প্রকৃচি-বিএসএস (২৬ ক্যাডার, নন-ক্যাডার ও ফাংশনাল) সমন্বয় কমিটি। আজ বুধবার দুপুরে সিরাজগঞ্জ প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। একই সময় এলজিইডির উচ্চমান সহকারীরাও মানববন্ধনে অংশগ্রহন করে এলজিইডির হিসাব সহকারীদের সঙ্গে তাদেরও বেতন ও মর্যাদা বৈষম্য নিরসনের দাবী জানিয়েছেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী এস.এ.এম মাহফুজুল হোসেন, জেলা তথ্য অফিসার রেজাউল করিম সিদ্দিকী, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ, সমন্বয়ন কমিটির সভাপতি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ওমর আলী সেখ প্রমুখ। অবিলম্বে ৬ দফা দাবী মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন তারা। সেইসঙ্গে আগামী ৮ নভেম্বরের মধ্যে দাবী মানা না হলে কঠোর আন্দোলন ঘোষণা করা হবে বলেও বক্তারা হুশিয়ারী উচ্চারণ করেন।
বিডি-প্রতিদিন/২৮ অক্টোবর ২০১৫/শরীফ