ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের কারণে অনির্দিষ্টকালের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ বন্ধের ঘোষণা প্রত্যাহার করেছে কর্তৃপক্ষ। এর আগে বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে কলেজ কর্তৃপক্ষ বন্ধের ঘোষণা দেয়।
বিকেল পৌনে ৩টায় কমিটি গঠন নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। ৩টার পর ছাত্রদের তিন আবাসিক হল হাবিবুর রহমান হল, জামিলুর রহমান হল ও মইনুল হায়দার হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। সন্ধ্যা ৬টার মধ্যে এসব হলের ছাত্রদের হল ত্যাগের নির্দেশ দেয়।
বিডি-প্রতিদিন/ ২৮ অক্টোবর, ২০১৫/ রশিদা