গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা থেকে দুই হত্যাসহ একাধিক অভিযোগে দায়ের হওয়া মামলার আসামি নিজামকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোকলেসুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দুপুর আড়াইটার দিকে তাকে গ্রেফতার করা হয়।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, মোকলেসুর রহমান ওরফে মুকু মাস্টার এলাকায় ত্রাস সৃষ্টি করে রেখেছিলেন। তার নামে দু’টি হত্যা ছাড়াও ছয়টি মামলা রয়েছে।
এর আগে সোমবার পুলিশকে মারধর করে তার ইয়াবাসহ আটক নাতি আরিফ মোল্লাকে ছিনিয়ে নেওয়ায় দায়ের হওয়া মামলারও আসামি তিনি।
বিডি-প্রতিদিন/ ২৮ অক্টোবর ১৫/ সালাহ উদ্দীন