বগুড়ায় তথ্য অধিকার আইন ও নৈতিকতা নিয়ে সাংবাদিকদের সঙ্গে আজ এক মতবিনিময় সভা হয়েছে। আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সুফিয়া নাজিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক খোরশেদ আলম।
এতে জেলার সিনিয়র তথ্য কর্মকর্তা মজিবর রহমান, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি যাহেদুর রহমান যাদু, সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সহকারী মহাসচিব মির্জা সেলিম রেজা, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আখতার’জ্জামান, দৈনিক উত্তরের খবর সম্পাদক আব্দুস সালাম বাবু, সিনিয়র সাংবাদিক সমুদ্র হক, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি সৈয়দ ফজলে রাব্বী ডলার, বগুড়া সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক জে এম রউফ প্রমুখ বক্তব্য রাখেন।
বিডি-প্রতিদিন /২৮ অক্টোবর ২০১৫/শরীফ