বাগেরহাটের মোরেলগঞ্জে সিঁদ কেটে ঘরে ঢুকে প্রিয়বালা মিস্ত্রী (৭৫) নামে এক বিধবা বৃদ্ধাকে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাতে চিংড়াখালী ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। আজ বুধবার দুপুর ১২টার দিকে প্রতিবেশীরা প্রিয়বালার ঘরে মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
সংশ্লিষ্ট থানার ওসি মো. রাশেদুল আলম বলেন, ‘বিধবা বৃদ্ধা প্রিয়বালা অন্যান্য দিনের ন্যায় একাকী ঘরে অবস্থান করছিলেন। রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা সিঁদ কেটে ঘরে ঢুকে প্রিয়বালাকে শ্বাসরোধ করে হত্যা করে। প্রিয়বালার হত্যাকারীরা ঘরে থাকা কিছু নগদ টাকা, সুপারি ও অন্যান্য মালামালও নিয়ে গেছে।’ পুলিশ বিকাল সাড়ে ৩টায় ঘটনাস্থল পরিদর্শন করে নিহত বৃদ্ধার লাশ উদ্ধার করেছে।
বিডি-প্রতিদিন /২৮ অক্টোবর ২০১৫/শরীফ