নাটোরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটি ছয় দফা দাবির সমর্থনে মানববন্ধন করেছে।
বুধবার শহরের পুরাতন বাসষ্ট্যান্ডে নাটোর জেলা সদরে কর্মরত ২৬টি ক্যাডারের প্রায় ছয়শ’ কর্মকর্তা তাদের দাবির প্রতি সমর্থন জানিয়ে ব্যানার-ফেস্টুনসহ হাতে হাত ধরে প্রায় এক ঘন্টা রাস্তার ধারে দাঁড়িয়ে থেকে মানববন্ধন করেন। মানববন্ধন থেকে তারা দাবি তোলন মন্ত্রণালয়ের সহকারী সচিব থেকে সচিব ও সিনিয়র সচিব পর্যন্ত সকল ক্যাডার কর্মকর্তা প্রদানের মাধ্যমে পেশাভিত্তিক জনপ্রশাসন গড়ে তুলতে হবে, বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইমস্কেল পুনর্বহাল করতে হবে, উপজেলা প্রশাসনকে কার্যকর করতে ইউএনও’র কর্তৃত্ব বাতিল করতে হবে, আন্তঃক্যাডার বৈষম্য নিরসন করতে হবে, নিজস্ব ক্যাডার ও ফাংশানাল সার্ভিস বহির্ভুত পেষণ বাতিল করতে হবে এবং তাদের পদোন্নতির সমান সুযোগ দিতে হবে।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক ড. আলহাজ উদ্দিন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মশিউর রহমান আকন্দ, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম শেখ, জেলা শিক্ষা অফিসার মোকছেদুল ইসলাম এবং নাটোর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ডাঃ বেলাল হোসেন।
বিডি-প্রতিদিন/ ২৮ অক্টোবর ১৫/ সালাহ উদ্দীন