নোয়াখালীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছয় দফা দাবি আদায়ে প্রকৃচি, বিসিএস-২৬ ক্যাডার ও ফাংশনাল সার্ভিসেস জেলা সমম্বয় কমিটির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
বুধবার বেলা ১টা থেকে জেলা শহরের টাইন হলের মোড়ে প্রধান সড়কে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা সমন্বয় কমিটির সভাপতি ডাঃ আবু নাসের, সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ডা. ফজলে এলাহী, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রওশন আলম, অধ্যাপক লোকমান ভূঁইয়া ও অধ্যাপক হুমায়ুন কবির প্রমুখ।
বক্তারা আন্ত:ক্যাডার বৈষম্য নিরসন, বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইমস্কেল পুন:বহাল ও উপজেলা পর্যায়ে ন্যাস্ত ১৭টি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বেতন বিলে উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরের নিয়ম বাতিলের দাবি জানান।
বিডি-প্রতিদিন/ ২৮ অক্টোবর ১৫/ সালাহ উদ্দীন