নোয়াখালীতে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার নোয়াখালীর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম।
এতে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ (সদর-সূবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুুরী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বেগমগঞ্জ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরন, চাটখিল- সোনাইমুড়ী আসনের সংসদ সদস্য এইচএম ইব্রাহিম, জেলা পরিষদ প্রশাসক ডা. জাফর উল্যা, জেলা আওয়ামী লীগ নেতা খন্দকার রুহুল আমিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু তাহের, মোহাম্মদ আতাউর রহমান ভূঁইয়া, মিনহাজ আহম্মেদ জাবেদ, মো. শাহজাহান, আবদুর রহমান মঞ্জু, এডভোকেট মহিব উল্যা, যুগ্ন সাধারণ সম্পাদক আবদুল মমিন বিএসসি, একেএম সামছুদ্দিন জেহান প্রমুখ।
সভায় বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস যথাযথ মর্যাদায় পালনের সিদ্ধান্ত নেয়ার পর দলীয় নেতাদের নিজ নিজ পদ অনুযায়ী কর্মকাণ্ডের খোঁজ-খবর নেন জেলা সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুুরী। এছাড়া সদ্যসমাপ্ত পৌর নির্বাচনে হাতিয়া পৌরসভায় যে সকল নেতাকর্মী নৌকা প্রতীকের ভোট করেনি তাদের কে শোকজ করার সিদ্ধান্ত নেওয়া হয় সভায়। জেলার সকল নেতা-কর্মী ঐক্যবদ্ধ হয়ে জেলার প্রত্যেকটি উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগ, সহযোগী এবং অঙ্গ সংগঠনকে ঢেলে সাজিয়ে সু-সংগঠিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৯ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন