যশোরে সাংবাদিকদের ওপর হামলাকারী সৈনিক লীগের শহর শাখার সাধারণ সম্পাদক আবদুর রহমান কাকনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম শনিবার রাত সাড়ে ৮টার দিকে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘কাকনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ সংক্রান্ত একটি চিঠিও কেন্দ্র থেকে যশোরে পাঠানো হয়েছে।’
সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মোল্যা জাহিদ হোসেনও বিষয়টি নিশ্চিত করে বলেছেন, জেলা কমিটির সুপারিশ অনুযায়ী কেন্দ্রীয় কমিটি দল থেকে কাকনকে বহিষ্কার করেছে।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট কভার করতে ঢাকা থেকে যশোর যাওয়া বেসরকারী টেলিভিশন চ্যানেল ২৪-এর গাড়িতে শুক্রবার রাত ৯টার দিকে সন্ত্রাসী হামলা হয়। সৈনিক লীগের যশোর শহর শাখার সাধারণ সম্পাদক আবদুর রহমান কাকনের নেতৃত্বে ১০/১২ জন সন্ত্রাসী গাড়িতে থাকা চ্যানেলটির ক্যামেরা পারসন রিপন হোসেন ও ড্রাইভার আলাউদ্দিনকে বেধড়ক পিটুনী দেয়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার সময় স্থানীয় লোকজন কাকনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। হামলাকারী অন্যদেরও আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন যশোর কোতোয়ালি থানার ওসি শিকদার আককাস আলী।
বিডি-প্রতিদিন/ ০৯ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন