চাঁদাবাজী মামলায় ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা সোহরার হোসেনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার রাতে উপজেলা সদর থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলার অভিযোগ থেকে জানা যায়, উপজেলার দেউলবাড়ি গ্রামের এডভোকেট শামীমা ইসলাম ইউপি চেয়ারম্যান সোহরাব হোসনের বিরুদ্ধে ছয় লক্ষ টাকা চাঁদা দাবী ও ভূমি দখলের অভিযোগ এনেছেন। গত ২৫ ডিসেম্বর ঘাটাইল থানায় মামলা দায়ের করেন এডভোকেট শামীমা ইসলাম। এই মামলার প্রেক্ষিতেই তাকে আটক করা হয়। পুলিশ রবিবার সকালে তাকে আদালতে প্রেরণ করেন।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, চাঁদাবাজীর অভিযোগে থানায় দায়েরকৃত মামলার প্রেক্ষিতেই সোহরাব হোসেনকে আটক করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১০ জানুয়ারি, ২০১৫/মাহবুব