বগুড়া পৌরসভার ১১ নং ওয়ার্ডে চতুর্থবারের মত নির্বাচিত কাউন্সিলর কারাবন্দি সিপার আল বখতিয়ায়ের মুক্তির দাবী জানিয়েছেন পৌরসভার নবনির্বাচিত মেয়রসহ কাউন্সিলরবৃন্দ। কারাগার থেকে ব্যাপক ভোটের ব্যবধানে নির্বাচিত কাউন্সিলর সিপারের নিঃশর্ত মুক্তি দাবী জানিয়ে বিবৃতিতে স্বাক্ষর করেছেন বগুড়া পৌরসভার মেয়র এড. একেএম মাহবুবর রহমান, ১নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ সার্জিল আহমেদ টিপু, ২নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর কবিরাজ তরুণ কুমার চক্রবর্তী, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর সামছুদ্দিন শেখ হেলাল, ৫নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ আনোয়ারুল ইসলাম বাবলা, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর শ্রী পরিমল চন্দ্র দাস, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন পশারী হিরু, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর ইব্রাহীম হোসেন, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাকিম রহমান, ১০ নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুর রহমান আরিফ, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রহিম প্রামানিক, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর খোরশেদ আলম, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল করিম রতন, ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম, ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর জহুরুল ইসলাম, ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর মেজবাহুল হামিদ, ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর এ, এম মোরশেদ মিটন, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর ওছমান গনী, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর রোস্তম আলী, ২১ নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল কুদ্দুস ডিলু, সংরক্ষিত মহিলা কাউন্সিলর নিলুফা কুদ্দুস, মোছা. মারজিয়া হাসান রুমকি, হোসনে আরা হাসি, খোদেজা বেগম, মোছা. শিরিন আকতার, মোছা. সুবর্ণা আকতার মুক্তি, মোকছেদা বেগম।
উল্লেখ্য, কারাবন্দি পৌর কাউন্সিলর সিপার আল বখতিয়ার উচ্চ রক্তচাপ, ব্যাক পেইন ও কিডনি সমস্যায় ভুগছেন।
বিডি-প্রতিদিন/১০ জানুয়ারি ২০১৬/শরীফ