নোয়াখালীর চৌমুহনী পৌরসভার স্থগিত ১০ কেন্দ্রের ভোট গ্রহণের প্রস্তুতি নিয়ে সিনিয়র জেলা রিটানিং অফিসার মনির হোসেন নিজ কার্যালয়ে আজ রবিবার সকালে সাংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন।
এ সময় তিনি বলেন, ‘নির্বাচনকে সুষ্ঠু করার জন্য প্রতি কেন্দ্রে ২৬ জন আইনশৃংখলা রক্ষাকারী সদস্য, ৫টি মোবাইল টিম, ৪ টি স্ট্রাইকিং ফোর্স, র্যাবের ৫টি টিম, ২ প্লাটুন বিজিবি, প্রতি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে। এছাড়াও নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণের জন্য ৫ জন কর্মকর্তা নির্বাচন কমিশনের নিজস্ব পর্যবেক্ষক হিসেবে কাজ করবেন।
শেষে তিনি চৌমুহনী পৌরসভার ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যেয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানান।
বিডি-প্রতিদিন/১০ জানুয়ারি ২০১৬/শরীফ