শ্যামলী পরিবহনের হেডমিস্ত্রী রতন মিয়া খুনের বিচার দাবীতে পাবনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা ও কর্মবিরতি পালন করেছে জেলা মোটর ম্যাকানিক্যাল ইউনিয়ন। আজ রবিবার পাবনা শহরে তারা এ কর্মসূচি পালন করে।
আজ রবিবার দুপুরে মোটর মিস্ত্রিরা দোকান-পাট বন্ধ রেখে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবনা প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে বক্তব্য দেন পাবনা মোটর ম্যাকানিক্যাল ইউনিয়নের সভাপতি আমিয়াত হোসেন, সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক রবিউল বিশ্বাস, মোটর শ্রমিক নেতা আলাল উদ্দিন প্রমুখ।
সমাবেশে পাবনা মোটর মেকানিক্যাল ইউনিয়নের সভাপতি আমিয়াত হোসেন বলেন, শ্যামলী পরিবহনের মালিক আপন দুই ভাই গনেশ চন্দ্র ঘোষের ও রমেশ চন্দ্র ঘোষের মধ্যেকার দীর্ঘ দিনের ব্যাবসায়িক দ্বন্দ্বের জের ধরে গত ৩ জানুয়ারি অপর ভাই রমেন ঘোষের শ্যালক শীর্ষ সন্ত্রাসী স্বস্তি ঘোষ সাভারের হেমায়েতপুরে অবস্থিত গ্যারেজ থেকে মোটর ইঞ্জন মিস্ত্রি আসিফ সরদার রতনকে অপহরণ করে। অপহরণের পর রতনকে নির্মমভাবে হত্যা করে স্বস্তি ঘোষ ও তার লোকজন। তিনি আরো বলেন, ‘মালিক পক্ষের দ্বন্দ্ব নিয়ে কেন মেকানিক্যাল মিস্ত্রির জীবন যাবে। আমরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবী করি। এই হত্যাকাণ্ডের মূল হোতা যেই হোক না কেন তাকে অবিলম্বে গ্রেফতারের জোর দাবী জানিয়ে বলেন, ‘অন্যথায় পরিবহন ধর্মঘটসহ কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম কামর’জ্জামান মুঠোফোনে জানান, সাভারের বালিয়ারপুরের এনআর সিএনজি স্টেশনের পিছনের একটি ময়লার স্তুপের নীচে থেকে গত শুক্রবার শ্যামলী পরিবহনের হেড মিস্ত্রি অপহৃত আসিফ সরদার রতনের লাশ উদ্ধার করা হয়। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের হয়েছে। পুলিশ এ হত্যার সঙ্গে জড়িত সন্দেহ হেমায়েতপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে লুৎফর রহমান, আশরাফুল আজীম, আবুল কাশেম, খায়রুল বাশার, পচা ঘোষ ও নুকুল নামের ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে এজহারভুক্ত ৪ জন রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে ৬ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদে অনেক চমকপ্রদ তথ্য পাওয়া গেছে, তদন্তের স্বার্থে বিস্তারিত বলা সম্ভব নয়। তবে হত্যাকারীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, নিহত বকুল সরদার অভিযোগ করে বলেন, ‘এ হত্যাকাণ্ডের মূল হোতা স্বস্তি ঘোষকে গ্রেফতারে পুলিশ তালবাহানা করছে। তবে ওসি এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সাভারের হেমায়েতপুরে আসামী স্বস্তি ঘোষের বাসভবনে তালা ঝুলছে। তাকে গ্রেফতারে বেশ কয়েকবার অভিযান চালানো হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/১০ জানুয়ারি ২০১৬/শরীফ