বগুড়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন হয়েছে। দিবসটি পালনে আজ সকাল ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, ৭.১৫ মিনিটে দলীয় কার্যালয়ে রক্ষিত জাতির জনক বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতার প্রতিকৃতিতে পুষপমাল্য অর্পণ করা হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন।
সভায় আরো বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক ডা. মকবুল হোসেন, টিএম মুসা পেস্তা, আলহাজ্ব আবুল কালাম আজাদ, রাগেবুল আহসান রিপু, বাবু সন্তোষ কুমার সাহা, এসএম শাজাহান, এড. তবিবর রহমান তবি, তপন কুমার চক্রবর্তী, শফিকুল আলম আক্কাস, জহুর’ল হক বুলবুল, শেরিন আনোয়ার জর্জিস, অধ্যাপক রফিকুল ইসলাম, এড. জাকির হোসেন নবাব, র’হুল মোমিন তারিক, আমিনুল ইসলাম ডাবলু, সুলতান মাহমুদ খান রনি, আল রাজী জুয়েল, মাশরাফি হিরো, জুলফিকার রহমান শান্ত, নাইমুর রাজ্জাক তিতাস, আতাউর রহমান আতা, শামীম আহম্মেদ প্রমুখ।
আলোচনা সভায় বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। সুখী সমৃদ্ধ দেশ গঠন ও যুদ্ধবিধ্বস্ত দেশে অর্থনৈতিক মুক্তির স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু। কিন্তু ৭৫’র ১৫ আগস্ট ঘাতকের নির্মম বুলেট সেই স্বপ্ন বাস্তবায়ন করতে দেয়নি। দীর্ঘ সময় পর বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আসে। মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ দেশ গঠনের কাজ শুরু করে দলটি। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
বিডি-প্রতিদিন/১০ জানুয়ারি ২০১৬/শরীফ