পাবনায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন, বঙ্গবন্ধুর ভাষণ প্রচার, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, হা ডু ডু খেলা, আলোচনাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে জেলা আওয়ামী লীগ, কৃষক লীগ, বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদ ও বঙ্গবন্ধু পরিষদসহ বিভিন্ন সংগঠন।
রবিবার সকালে পাবনা জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন, বঙ্গবন্ধুর ভাষণ প্রচার, বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদ আয়োজিত আলোচনা অনুষ্ঠত হয়। দুপুরে জেলা কৃষক লীগের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মিলনায়তন মাঠে হাডুডু খেলা এবং বিকেল ৩টায় শহরের অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরিতে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদ পাবনা জেলা সভাপতি মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন পাবনা জেলা পরিষদ প্রশাসক এম সাইদুল হক চুন্নু, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশাররফ হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন নাহার রেখা, বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট, শাহ আলম প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ১০ জানুয়ারি, ২০১৬/ রশিদা