পাবনার আতাইকুলা থানার যাত্রাপুর চতরার বিলে অজ্ঞাতপরিচয় এক তরুণীর (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ লাশ উদ্ধার করা হয়।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, শনিবার রাতের কোনো এক সময় ওই তরুণীকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ওই বিলের মধ্যে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। রবিবার বিকেলে স্থানীয়রা মাঠে কাজ করতে গিয়ে লাশ দেখে থানায় খবর দেন।
খবর পেয়ে আতাইকুলা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
বিডি-প্রতিদিন/ ১০ জানুয়ারি, ২০১৬/ রশিদা