ধর্ষণ মামলায় চার্জশিটভুক্ত আসামি ৭ বছরের শিশু সজিবকে জামিন দিয়েছেন আদালত। আজ রবিবার ঝিনাইদহের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আহসান হাবিব এ আদেশ দেন। এর আগে শিশু সজিবকে তার বাবা আব্দুল মালেক কোলে করে আদালতে আত্মসমর্পন করালে আইনজীবীরা জামিনের আবেদন করেন।
মামলার নথি সূত্রে জানা গেছে, গত বছরের ২৪ এপ্রিল বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোস্তবাপুর গ্রামের দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করে একই গ্রামের আজগর আলীর ছেলে আবু ইউসুফ (১৪)। পরদিন এ ঘটনায় মেয়েটির বাবা ইউসুফ নামের একজনকে আসামি করে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পরে ঘটনার তদন্ত করে চার্জশিটে শিশু সজিবকে ধর্ষণে সহযোগিতার অপরাধে আসামি করে।
সজিবের আইনজীবী তবিবউর রহমান সাংবাদিকদের জানান, আগামী ধার্য্য তারিখে শিশু সজিবের জন্ম নিবন্ধন কার্ড দেয়ার শর্তে জামিন দেয়া হয়েছে।
এ ব্যাপারে ঝিনাইদহ জজ কোর্টের পাবলিক প্রসিউকিউটর (পিপি) অ্যাডভোকেট ইসমাইল হোসেন বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় ধর্ষণের শিকার মেয়েটি আসামি সজিবের নাম বলেছে।
বিডি-প্রতিদিন/ ১০ জানুয়ারি, ২০১৬/ রশিদা