সকল প্রকার কোচিং বাণিজ্য ও বিভ্রান্তিকর ভর্তি কোটা পদ্ধতি বন্ধকরণের দাবিতে রবিবার সকালে ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন কিন্ডারগার্টেন এসোসিয়েশন ঐক্য পরিষদ। এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, ৫৫টি রেজিস্টার্ড কেজি স্কুলসহ ৮৫টি স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়।
এ সময় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন এসোসিয়েশনের আহ্বায়ক শিক্ষক বিনয় কৃষ্ণ বিশ্বাস, রাজু আহম্মেদ মিজান, শাহিনুর আলম লিটন, বজলুর রহমান, হারিবুর রহমান, সোহেল মাহমুদ, কামরুজ্জামান লিটন, মাজেদ রেজা বাধন, গোলাম মোস্তফা চঞ্চল ও দিল আফরোজ প্রমুখ।
পরে ওইসব অবৈধ ভর্তি কোচিং সেন্টার নয়, প্রাতিষ্ঠানিক শিক্ষা চাই এই দাবির পক্ষে গণ স্বাক্ষর সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রীর বরাবর পেশ করেন।
বিডি-প্রতিদিন/ ১০ জানুয়ারি, ২০১৬/ রশিদা