কুমিল্লার দেবিদ্বার উপজেলায় নিখোঁজের তিন দিন পর জাফরাবাদ-মনিপুর গ্রামের একটি জলাশয়ের কচুরিপানা থেকে তাহমিনা আক্তার (১৬) নামের এক তরুণীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার সন্ধ্যায় তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। না চেনার জন্য ঘাতকরা হতার পর তার মুখের চামড়া তুলে ফেলে।
নিহত তাহমিনা আক্তার মুরাদনগর উপজেলার পরমতলা গ্রামের নূরুল ইসলামের মেয়ে। তিনি দেবিদ্বারের তুলাগাঁও দক্ষিণপাড়া গ্রামে নানা রোশন আলীর বাড়িতে থাকতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত ৭ জানুয়ারি দুপুর থেকে তাহমিনা নিখোঁজ। বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে তার সন্ধান পাওয়া যায়নি। রবিবার বিকালে কচুরিপানার স্তুপে এক তরুণীর ক্ষত-বিক্ষত মরদেহ দেখা যায়।
দেবিদ্বার থানার উপ-পরিদর্শক সোহেল আহমেদ জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছি। ঘাতকরা তরুণীকে হত্যার পর মুখের চামড়া তুলে নিয়ে বিকৃত করে ফেলেছে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
দেবিদ্বার থানার ওসি মিজানুর রহমান জানান, এ ব্যাপারে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/১০ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ