বিশ্ব ইজতেমা থেকে ফেরার পথে মাগুরা-ঢাকা মহাসড়কের কেষ্টপুর এলাকায় মুসল্লিবাহী একটি বাস দুর্ঘটনায় পড়ে ১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া অাহত হয়েছেন আরো কমপক্ষে ২০ জন। গতকাল রবিবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
যাত্রী আবু তালেবসহ অন্যরা জানান, বাসটি রিজার্ভ করে মাগুরার শালিখা উপজেলার সীমাখালি থেকে তারা টঙ্গী বিশ্ব ইজতেমায় যায় । ইজতেমা শেষে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন তারা। পথে মাগুরার কেষ্টপুর এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে যায়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই সজীব হোসেন (২৩) নামে বাসের হেলপার মারা যান। তার বাড়ি যশোরের খাজুরা এলাকায়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক। আহতদের অধিকাংশের বাড়িই মাগুরার সীমাখালি ও শতখালি এলাকায়।
পুলিশ সুপার একে এম এহসান উল্লাহ সদর হাসপাতালে হতাহতদের দেখতে গিয়ে জানান, ঘটনাস্থলে সড়ক ও জনপথের নির্মাণ কাজ চলছিল। ওই কাজের জন্য খোড়া গর্তে দুর্ঘটনা কবলিত বাসটি প্রথমে আটকে যায়। এ সময় পেছন থেকে আসা আরেকটি বাস এটিকে অতিক্রম করতে গেলে পাশাপাশি সজোরে ঢাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
বিডি-প্রতিদিন/১১ জানুয়ারি ২০১৬/শরীফ