পটুয়াখালীর কলাপাড়া ফেরি থেকে ইটবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অপেক্ষমান খেয়া যাত্রীবোঝাই ট্রলারের উপরে পরে ট্রলারসহ ট্রাকটি আন্ধারমানিক নদীতে ডুবে যাওয়ার ঘটনায় এখনও তিন যাত্রী নিখোঁজ রয়েছেন। আজ সোমবার সকাল পর্যন্ত তলিয়ে যাওয়া ট্রলার ও ট্রাক এবং ট্রাকে থাকা ৪টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
কলাপাড়া থানার ওসি মো. আজিজুর রহমান জানান, ঘটনার পর থেকে উদ্ধার কাজ চালিয়ে সকাল পর্যন্ত ডুবে যাওয়া ট্রাক ও ট্রলারটি উদ্ধার করা হয়েছে। ট্রলারে থাকা ৫টি মোটরসাইকেলের মধ্যে এখন পর্যন্ত ৪টি উদ্ধার করা হয়েছে।
কলাপাড়া উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানান, ট্রলারডুবির ঘটনায় অন্তত ১৬ জন আহত হয়েছে। আহতদের সকলকে কলাপাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েূছে। এদের মধ্যে গুরুত্বর আহত ইব্রাহিম নামের একজনকে শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। সামিয়া (৬), নিশাত (১০) ও নিজাম মিয়া (৩৮) এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে বলে স্বজনদের বরাত দিয়ে জানান ইউএনও জাহাঙ্গির।
রবিবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে ফেরীতে উঠতে গিয়ে ইটবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই ট্রলারের উপর পড়ে আন্ধারমানিক নদীতে ডুবে যাওয়ার পর স্থানীয়দের সহায়তায় পুলিশ, কোস্টগার্ড, ফায়ারকর্মী ও ডুবুরিদল উদ্ধার কাজ চালাচ্ছে। ট্রলার ডুবির পর স্থানীয়দের সহায়তায় অধিকাংশ যাত্রী সাঁতরে কিনারে ওঠতে সক্ষম হয়।
বিডি-প্রতিদিন/ ১১ জানুয়ারি, ২০১৬/ রশিদা