সাতক্ষীরায় বিজিবি অভিযান চালিয়ে ১২টি স্বর্ণের বারসহ জয়দেব ঘোষ (৫০) নামের এক সোনা পাচারকারীকে আটক করেছে বিজিবি। আজ সোমবার সকাল ৯টার দিকে সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর এলাকার বিজিবি’র বাঁশকল চেকপোস্ট এলাকা থেকে স্বর্ণ পাচারকারীকে আটক করা হয়।
আটককৃত জয়দেব ঘোষ ভোমরা গ্রামের ঘোষ পাড়ার নিল রতন ঘোষের ছেলে।
ভোমরা বিজিবি কোম্পানি কমান্ডার গোলাম সরোয়ার জানান, জয়দেব ঘোষ ভারতে পাচারের উদ্দেশ্যে সাতক্ষীরা থেকে বাইসাইকেল যোগে স্বর্ণের বারগুলো নিয়ে সকাল ৯টার দিকে ভোমরা বন্দর এলাকায় পৌঁছায়। এসময় গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বাঁশকল চেকপোস্ট এলাকায় বিজিবি তাকে আটক করে তল্লাশি চালায়। কিন্তু সে স্বীকার না করায় এবং তার কাছে কোন কিছু না পেয়ে বিজিবি হতবাক হন। এর এক পর্যায়ে সোর্সের মাধ্যমে বিজিবি’র সদস্যরা জানতে পারেন আটককৃত জয়দেবের বাইসাইকেলের সিটের নিচে রক্ষিত রয়েছে ন্বর্ণের বারগুলো। এসময় বাইসাইকেলের সিট খুলে সিটের নিচ থেকে বিশেষ ব্যাবস্থাপনায় রাখা ১২ পসি স্বর্ণের বার উদ্ধার করে বিজিবি। পরে পাচারকারি জয়দেব ঘোষ স্বীকার করে স্বর্ণের বারগুলো ভারতে পাচারের বিষয়টি। তিনি দীর্ঘদিন ভারতে স্বর্ণ পাচারের সঙ্গে জড়িত বলে জানায় বিজিবি। এ বিষয়ে বিজিবি বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করেছে।
বিডি-প্রতিদিন/ ১১ জানুয়ারি, ২০১৬/ রশিদা