কুমিল্লার চৌদ্দগ্রামে মো. আলী আকবর (৭৫) নামে আনসার-ভিডিপির এক সাবেক কমান্ডারকে পিটিয়ে হত্যা করেছে ডাকাতরা। সোমবার সকালে চৌদ্দগ্রাম থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। উপজেলার লালবাগ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আলী আকবর লালবাগ গ্রামের মৃত. আলী আশ্রাফের ছেলে। তিনি উপজেলার আনসার-ভিডিপির সাবেক কমান্ডার ছিলেন। এ সময় ডাকাতদল পরিবারের অন্য সদস্যদের বেঁধে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ অন্তত ১০ লাখ টাকার মালামাল লুটে নেয়।
নিহতের পরিবারের সূত্র জানায়, রবিবার রাত আড়াইটার দিকে একদল ডাকাত আলী আকবরের বাড়ির গেইটের তালা কেটে ভিতরে প্রবেশ করে। এ সময় তিনি ডাকাতদলের সদস্যদের চিনে ফেলায় তাকে লাঠি দিয়ে পিটিয়ে জখম করে। এক পর্যায়ে তার হাত-পা ও গামছা দিয়ে মুখ বেঁধে ফেললে দম বন্ধ হয়ে আলী আকবর মারা যান। এসময় ডাকাত দলের সদস্যরা তার স্ত্রী আনোয়ারা বেগম (৬২), পুত্রবধূ রোকসানা আক্তার (৩৪) ও আয়েশা আক্তার শিরিনকে (৩২) বেধে রাখে নগদ টাকা, ৮ ভরি স্বর্ণালঙ্কার, দুই ভরি রূপাসহ অন্তত ১০ লাখ টাকার মালামাল লুটে নেয়। তার ছেলেরা প্রবাসী।
চৌদ্দগ্রাম থানার ওসি মো. ফরহাদ জানান. সোমবার সকালে চৌদ্দগ্রাম থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
বিডি-প্রতিদিন/ ১১ জানুয়ারি, ২০১৬/ রশিদা