সিরাজগঞ্জের বেলকুচিতে ট্রাকের চাপায় ইব্রাহিম আলী (২০) নামে এক অটোভ্যান চালকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে সিরাজগঞ্জ-বেলকুচি আঞ্চলিক সড়কের সমেশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম বেলকুচির চরচালা গ্রামের মুছা সেখের ছেলে ছিলেন।
বেলকুচি থানার উপ-পরিদর্শক জহুরম্নল ইসলাম জানান, সমেশপুর এলাকা থেকে অটোভ্যান চালিয়ে কড্ডার দিকে যাবার পথে পিছন দিক থেকে একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে অটোভ্যান চালক ইব্রাহিম গুর’তর আহত হয়। উদ্ধারের পর সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিত্সাধীন দুপুরে দিকে সে মারা যায়। ট্রাকটিকে আটক করে থানা হেফাজতে নেয়া হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/১১ জানুয়ারি ২০১৬/শরীফ