ইন্টার্নী চিকিৎসকদের লাঞ্ছিত করায় অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি পালন করছেন পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। সোমবার সকাল থেকে হাসপাতাল মূল ফটকে অবস্থান নিয়ে এ কর্মবিরতি পালন করছেন তারা।
আন্দোলনরত চিকিৎসক আবু তোরাব মিম জানান, গতকাল রাতে সর্বোচ্চ চিকিৎসা দেবার পরেও বার্ধক্যজনিত কারণে হাসপাতালে এক রোগীর মৃত্যু হয়। এ সময় রোগীর স্বজনরা কর্তব্যে অবহেলার অভিযোগ এনে কর্তব্যরত নারী ইন্টার্ন চিকিৎসকদের উপর হামলার চেষ্টা করে। তাদের বাঁচাতে ইন্টার্ন চিকিৎসক নাজমুল ও মোকাররম এগিয়ে এলে তাকে বেধড়ক মারপিট করে বহিরাগতরা।
এ ঘটনার প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি আহ্বান করেছেন তারা। ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলেও জানান তারা।
হামলার স্বীকার চিকিৎসক মোকাররম জানান, আমি তখন দায়িত্বরত ছিলাম, এ সময় হঠাৎ রোগীর স্বজনরা বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে ডা. নাজমুলের উপর হামলার চেষ্টা করে। এ সময় আমরা এগিয়ে গেলে আমাদের উপরও হামলা চালায়। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করি। আজ সকালে বিষয়টি লিখিত ভাবে থানায় অবহিত করা হয়েছে।
এ ব্যাপারে পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. নারায়ণ চন্দ্র দে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উদ্ভুত ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের জন্যে চেষ্টা করছি। আশা করি সমস্যার সমাধান খুব শীঘ্রই করা হবে।
বিডি-প্রতিদিন/ ১১ জানুয়ারি, ২০১৬/ রশিদা