রাজশাহীতে কৃষি জমি নষ্ট করে পুকুর খননের বিরুদ্ধে অভিযান শুরু করেছে প্রশাসন।
আজ সোমবার পবা উপজেলায় পুকুর খননের অপরাধে দুইজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া পুকুর খননে ব্যবহৃত এক্সকেভেটর অকেজো করতে ৬টি ব্যাটারি ও ২টি টুল বক্স জব্দ করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন পবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলমগীর কবীর।
ভ্রাম্যমাণ আদালতে যাদের দণ্ড দেওয়া হয়েছে তারা হলেন মল্লিকপুরে আমজাদ হোসেন (৬০) ও সাগরপাড়ার আশফাফুর রহমানকে (৩৩)। আমজাদ হোসেনকে সাতদিনের এবং আশফাফুর রহমানকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
উল্লেখ্য, গত ৯ জানুয়ারি রাজশাহীতে কৃষি জমি নষ্ট করে পুকুর খননের হিড়িক শিরোনামে বাংলাদেশ প্রতিদিনে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপরই টনক নড়ে প্রশাসনের।
বিডি-প্রতিদিন/ ১১ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন