নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের ইটবাড়ীয়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ফিরোজ আলম (৩৫) নামে সাবেক এক ছাত্রনেতা নিহত হয়েছেন।
সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে সোনাইমুড়ী-সেনবাগ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফিরোজ আলম জেলার সেনবাগ পৌরসভার কাদরা গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি সেনবাগ সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক জানান, বিকেলে ঢাকা থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন ফিরোজ। পথে ইটবাড়ীয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় স্থানীয় লোকজন ফিরোজকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/ ১১ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন