নোয়াখালীর জেলা শহর মাইজদী সদর সাব-রেজিষ্ট্রি অফিসের মোহরারদের অফিসে গ্রাহকের টাকা ছিনতাইকালে মো. বুলবুল (৩০) নামে এক যুবককে দলিল লেখক সভাপতি সাইফুদ্দিন বাবুল ও সেক্রেটারী সোহানের নেতৃত্বে স্থানীয় জনতা আটক করে গণধোলাই দিয়েছে। ঘটনাটি ঘটে সোমবার বিকালে। পরে সুধারাম পুলিশকে জানালে পুলিশ অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে যায়। আটককৃত যুবকের বাড়ি মাইজদীর লক্ষ্মীনারায়ণপুর বলে জানা গেছে।
এ ব্যাপারে জানতে চাইলে সাইফুদ্দিন বাবুল বলেন, রেজিষ্ট্রি অফিসে এক গ্রাহকের টাকা ছিনতাইকালে যুবককে হাতেনাতে ধরে গণপিটুনি দেয় স্থানীয় জনতা। পরে সুধারাম থানা পুলিশের নিকট সোর্পদ করা হয়। দীর্ঘদিন থেকে একটি চক্র রেজিষ্ট্রি অফিসে কিছু দালালদের সাথে আতাত করে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। মানুষ টাকা পয়সা নিয়ে রেজিষ্ট্রি আসতে ভয় পায়।
সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন জানান, বুলবুল নামে এক যুবককে আটক করে থানায় দেওয়া হয়েছে। তবে তারা এখনো লিখিত কোন অভিযোগ দেয়নি।
বিডি-প্রতিদিন/১১ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ