ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বেয়ারা মারা এলাকায় বাস চাপায় দুই মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, কালিহাতী উপজেলার যোকার চর এলাকার আব্দুল জলিল মন্ডল (৫০) ও আব্দুল রশিদ শেখ (৪৫)।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজ্জামান জানান, ওই দুই মটরসাইকেল আরাহী বঙ্গবন্ধু সেতু এলাকা থেকে নিজেদের বাড়িতে ফিরছিলেন। মটরসাইকেলটি কালিহাতী উপজেলার বেয়ারা মারা এলাকায় পৌঁছলে ঢাকা থেকে রাজশাহীগামী দেশ ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুই আরোহী নিহত হয়। ঘাতক বাস ও চালককে আটক করা হয়েছে। নিহতদের লাশ আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
বিডি-প্রতিদিন/১১ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ