পটুয়াখালীর কলাপাড়ায় ফেরি ঘাটে ইটবোঝাই ট্রাকসহ খেঁয়ানৌকা ডুবির ঘটনার ২৪ ঘন্টা নিঁখোজ বেলায়েত (৭০)- এর লাশ উদ্ধার হয়েছে। সোমবার সন্ধ্যা ৬ টার দিকে ফেরি ঘাট সংলগ্ন অন্ধারমানিক নদী থেকে স্থানীয়দের সহযোগীতার ডুবুরিরা তার লাশ উদ্ধার করে। উদ্ধার হওয়া বেলায়েতের বাড়ি নীলগঞ্জ গ্রামে। সে গরুর ব্যবসায়ি বলে জানা গেছে। এ ঘটনায় এখনও অন্তত দু'জন নিখোঁজ রয়েছেন।
এদিকে দুর্ঘটনার ছয় ঘন্টা পর রবিবার রাত ১২ টার দিকে আন্ধারমানিক নদী থেকে ঘাতক ট্রাকটি (ঢাকা মেট্রো-ন-১৪-১৮১৯) উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা। ঘটনার পর থেকেই নিখোঁজদের স্বজনরা নদীর উভয় তীরে অবস্থান করছে। স্থানীয় ও ফায়ারসার্ভিস কর্মীরা আন্ধারমানিক নদীতে ট্রলার নিয়ে সন্ধান অব্যাহত রেখেছেন।
এ ঘটনায় পটুয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার ফয়েজ আহম্মেদকে আহ্বায়ক করে কলাপাড়া এসপি সার্কেল মাইনুল ইসলাম এবং কলাপাড়া থানার ওসিকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন কলাপাড়া থানার ওসি মো. আজিজুর রহমান।
দুর্ঘটনায় নিখোঁজ হালিম ফকিরের বাড়ি লতাচাপলী ইউনিয়নের খাজুরা গ্রামে, সামিয়ার বাড়ি নীলগঞ্জ ইউনিয়নের হলদিবাড়িয়া গ্রামে বলে জানা গেছে। এছাড়া আর কতজন নিখোঁজ রয়েছেন তা নিশ্চিত করে জানাতে পারেনি কেউ। নিখোঁজদের সন্ধান অভিযান অব্যহত রয়েছে।
উল্লেখ্য, রবিবার সন্ধ্যা ৬ টার দিকে ইট বোঝাই একটি ট্রাক ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে পাশে যাত্রীবোঝাই খেঁয়ার ওপর গিয়ে পড়ে। এতে খেঁয়াসহ ট্রাকটি নদীতে ডুবে যায়। খেয়ায় অর্ধশতাধিক যাত্রী ছিল বলে জানা গেছে। এতে অন্তত ১৬জন আহত হয়। নিখোঁজ থাকে বেশ কয়েকজন।
বিডি-প্রতিদিন/১১ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ