পিরোজপুরের সদর উপজেলার কলাখালী ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। নিহতের নাম সাজিদুল হক জয় (২৩)। এ সময় জামিরুল মৃধা (৩৫) নামে আরেকজনকে কুপিয়েছে হামলাকারীরা।
আজ সোমবার দুপুরে কলাখালী ইউনিয়নের দাউদপুর বাজারে এ দুজনকে কুপিয়ে জখম করার পরে রাত ৭টার দিকে মারা যায় সাজিদুল হক জয়। জয় কলাখালী ইউনিয়নের দাউদপুর গ্রামের মৃত মোঃ জিয়াউল ছেলে।
জানা যায়, সোমবার দুপুরে দাউদপুর বাজারে জয় ও তার চাচা জামিরুল একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় স্থানীয় আশিষ, সোহেলসহ কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুজনকে জখম করে। গুরুতর অবস্থায় স্থানীরা তাদেরকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসাপাতালে আনার পরে জয়কে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে রাতে মারা যায় জয়। স্থানীয় ও স্বজনদের দাবি পূর্ব শত্রুতার কারণে এ ঘটনা ঘটেছে।
পিরোজপুরের এএসপি (সদর সার্কেল) মোল্লা আজাদ জানান, কি কারণে এ ঘটনা ঘটেছে তদন্ত ছাড়া বলা যাচ্ছে না।
বিডি-প্রতিদিন/ ১১ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন