জামালপুর সদর পৌরসভার স্থগিত থাকা ৩টি কেন্দ্র ও সরিষাবাড়ি পৌরসভার ১টি কেন্দ্র্রে ভোটগ্রহণ চলছে। ভোট ব্যবধান বেশি থাকায় ইতোমধ্যে এই দুই পৌরসভার মেয়র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে জামালপুর সদরের বানিয়াবাজার উচ্চ বিদ্যালয়, ছনকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বগাবাইদ আজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। এছাড়া সরিষাবাড়ি পৌরসভার বাঙ্গালীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণ চলছে। ৩০ ডিসেম্বর ভোটকেন্দ্রে হামলা, ব্যালট পেপার ছিনতাই ও গোলযোগের কারণে এই কেন্দ্রগুলি স্থগিত করা হয়।
জামালপুর সদর ও সরিষাবাড়ি পৌরসভায় ভোট ব্যাবধান বেশি থাকায় মেয়র পদে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। আজকের নির্বাচনের মধ্য দিয়ে ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের ভাগ্য নির্ধারিত হবে।
৬নং ওয়ার্ডের বানিয়া বাজার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ২৬০৫। এই ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর প্রার্থীর সংখ্যা ১১ জন। ভোট ব্যবধান বেশি থাকায় এই ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর বেসরকারিভাবে নির্বাচিত হয়ে আছে। ৯ নং ওয়ার্ডের ছনকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ২৮৯১। এই ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর ৮ জন ও সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
১১ নং ওয়ার্ডের বগাবাইদ আজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ১৪৯৬। এই ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর প্রার্থী ১৩ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ৭ জন।
সরিষাবাড়ি পৌরসভার ৭নং ওয়ার্ডের বাঙ্গালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ১৯৫২। এই ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর প্রার্থী ৩জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ৫ জন।
বিডি-প্রতিদিন/ ১২ জানুয়ারি, ২০১৬/ রশিদা