পাবনা সদর উপজেলার মজিদপুর এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় সাইদুল ইসলাম (২২) নামে এক বাইসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাবনা-ঈশ্বরদী সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সাইদুল নাটোর জেলার বাগাতিপাড়া থানার নওয়াপাড়া গ্রামের গোলজার হোসেন ওরফে গোল্লার ছেলে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান জানান, সাইদুল সদর উপজেলার মালিগাছা বড়মাটিয়াবাড়ি গ্রামের শাজাহান আলীর বাড়িতে কাজ করতো। বিকেলে বাইসাইকেলে করে টেবুনিয়া বাজারে দুধ বিক্রি করে ফিরে আসার সময় পাবনা-ঈশ্বরদী সড়কের মজিদপুর এলাকায় দ্রুতগ্রামী একটি প্রাইভেট কার তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/ ১২ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন