নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া পৌরসভার চরকৈলাশ গ্রামের ব্রিকফিল্ড বাজার এলাকায় দুই আওয়ামী লীগ কর্মীর ওপর সন্ত্রাসী হামলা চালিয়েছে প্রতিপক্ষরা।
ঘটনাটি ঘটে রবিবার দুপুরে। এ সময় তাদের চিৎকারে আশপাশ থেকে লোকজন এসে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক অলি উল্লাহ সমর্থিত ২ সদস্য দুপুরে উপজেলা বিচারিক ম্যাজেষ্ট্রেট কোর্ট থেকে মামলার হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে ব্রিকবাজার এলাকায় পৌছালে প্রতিপক্ষরা হামলা চালায়। এ সময় আওয়ামী লীগ কর্মী মোঃ আরিফ উদ্দিন (২৫) ও মোঃ হেলাল উদ্দিন (৪৫) আহত হন। তাদেরকে উদ্ধার করে হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ গোলাম ফারুক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাটি লোক মুখে শুনেছি। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/ ০৯ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন