বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলাম দলের নেতৃবৃন্দকে সাথে নিয়ে রবিবার সন্ধায় পূজামণ্ডপ পরিদর্শন করেন।
তিনি শহরের চেলোপাড়া সার্বজনিক পূজা মণ্ডপ পরিদর্শন কালে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে দূর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন এবং হিন্দু ধর্মাবলম্বীদের মঙ্গলবার কামনা করেন।
এসময় বিএনপি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, উপদেষ্টা ও কেন্দ্রীয় নেতা মুক্তিযোদ্ধা মোঃ শোকরানা, শাহ মেহেদী হাসান হিমু প্রমুখ।
অপরদিকে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন সভাপতি প্রদীপ কুমার রায়, সাধারণ সম্পাদক ও স্থানীয় পৌর কাউন্সিলর পরিমল চন্দ্র দাস, পরিমল কুমার সিং, বাদল দাস, দুলাল পোদ্দার, দুলাল দাস, তন্ময় দাস, বিধান দাস, শুভ দাস প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ০৯ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন