সমাজকল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন রবিবার বিকেলে তার নির্বাচনী এলাকা মোরেলগঞ্জ উপজেলার পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।
এ উপজেলায় ৭২টি মণ্ডপে এ বছর অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা। ডা. মোজাম্মেল হোসেন আজ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। তিনি জিউধরা ইউনিয়নের সোনাতলা এলাকার পঞ্চগ্রাম সম্মিলিত সেবাশ্রমে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন।
এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আজমির নাহার, জিউধরা ইউপি চেয়ারম্যান জাহাংগীর আলম বাদশা, আওয়ামী লীগ নেতা আফজাল হেসেন মাসুমসহ পূজা উদযাপন কমিটি ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ বক্তৃতা করেন। এছাড়া তিনি উপজেলার নিশানবাড়ীয়া, বারইখালী, খাউলিয়া, দৈবজ্ঞহাটী ইউনিয়ন ও মোরেলগঞ্জ পৌর এলাকার মণ্ডপগুলো পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করেন।
বিডি-প্রতিদিন/ ০৯ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন