নোয়াখালীর চৌমুহনীতে গরুর সঙ্গে ধাক্কা লেগে ডেম্যু ট্রেনের ইঞ্জিন বগির পেচনের চারটি চাকা লাইনচুত্য হয়েছে। ফলে নোয়াখালীর সাথে লাকসাম-ঢাকা রুটে সকল ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে।
রবিবার বিকেলে ৫ টার টার দিকে নোয়াখালীর চৌমুহনীতে এ ঘটনা ঘটে।
ফয়ার সার্ভিস ওসিভিল ডিভিশনের সহকারী পরিচালক হুমায়ুন কবির জানান, ডেম্যু ট্রেনটি বিকেল ৫ টার সময় কুমিল্লা থেকে নোয়াখালীর উদ্দেশ্য আসার সময় চৌমুহনী ষ্টেশান থেকে আধা কিলোমিটার উত্তরে টক্কা পুলের নিকট আসা মাত্রই একটি গরু রেল রাস্তা পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে গরুটি কাটা পড়ে এবং ট্রেনের ইঞ্চিন বগির চারটি চাকা লাইনচুত্য হয়ে পড়ে।
এসময় ট্রেনের ভেতরে থাকা যাত্রীরা ভয়ে চিৎকার শুরু করলে আসপাশের লোকজন ছুটে এসে যাত্রীদের উদ্ধার করে। তবে এ ঘটনায় যাত্রীদের কোনো ক্ষয় ক্ষতি হয়নি। নোয়াখালীর সাথে লাকসাম-ঢাকা রুটে সকল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। লাকসাম থেকে উদ্ধারকারী রিলিপ ট্রেন আসার পর পড়ে যাওয়া ট্রেনটি সরানো পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
তবে চৌমুহনী রেলষ্টেশান মাষ্টার আসাদুজ্জামানের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ সম্ভব হয়নি।
বিডি-প্রতিদিন/ ০৯ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন