খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরে চাল বিতরণে অনিয়মের অভিযোগে লক্ষীপুরের রামগঞ্জে দুই জনের ডিলারশিপ বাতিল করা হয়েছে।
রবিবার দপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক সভায় চাল আত্মসাৎ ও ওজনে কম দেওয়ার কারণে স্থানীয় আবুল খায়ের পাটোওয়ারী ও হাছান তারেকের ডিলারশিপ বাতিল করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য লায়ন এম এ আউয়াল।
জানা যায়, উপজেলার ১০টি ইউনিয়নে প্রথম ধাপে সেপ্টেম্বর মাসে ১ হাজার ৪২৯ জনের জন্য ৩০ কেজি করে চাল বরাদ্দ দেয় সরকার। ৫ জন ডিলার তাদের চাল উত্তোলন করেন। এর মধ্যে ভাদুর, চন্ডিপুর ও ইছাপুর ইউনিয়নে ডিলাররা বরাদ্দকৃত চাল উত্তোলন করলেও হতরিদ্রদের মধ্যে তা বিতরণ করেননি। এ নিয়ে ভাদুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হোসেন ভূঁইয়া গত শনিবার রাতে ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেন।
এদিকে এ অনিয়মের ঘটনায় ইউএনও মোহাম্মদ আবু ইউছুফকে প্রধান করে তিন সদস্য এবং ১৪ দলীয় জোটের পক্ষ থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহানকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।
বিডি-প্রতিদিন/ ০৯ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন