বগুড়ার শেরপুর উপজেলায় আজ সকালে কলা বোঝাই ট্রাক থেকে ১০ কেজি গাঁজাসহ শহিদুল ইসলাম (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে বেলা ৩ টার দিকে তাকে কারাগারে পাঠানো হয়। আটক শহিদুল ইসলাম কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সরকারপাড়ার আকতার হোসেনের ছেলে।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই ট্রাকে তল্লাশি চালিয়ে কলার ভেতর কৌশলে রাখা ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক চালকের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার