নেত্রকোনা জেলার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নাম ঠিকানা সম্বলিত 'নেত্রকোনা এডুকেশন ডাইরেক্টরী' নামে একটি শিক্ষা ডাইরেক্টরীর মোড়ক উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে নেত্রকোনা পৌরসভা মিলনায়তনে জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে মোড়ক উন্মেচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মো. মুশফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার জয়দেব চৌধুরী, পৌরসভার প্যানেল মেয়র আমির বাশার, জেলা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি শ্যামলেন্দু পাল। এর আগে স্বাগত বক্তব্য রাখেন ডাইরেক্টরীর সম্পাদক সাংবাদিক গোলাম কিবরিয়া সোহেল।
বিডি-প্রতিদিন/এস আহমেদ