চুয়াডাঙ্গা সদর উপজেলার নীলমনিগঞ্জ বাজারেরর মোট তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ওই প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন অপরাধে জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারি পরিচালক মো. সেলিমুজ্জামান।
অভিযান পরিচালনায় সহায়তা করেন চুয়াডাঙ্গা জেলার বিজ্ঞাপন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম। তিনি জানান, নীলমনিগঞ্জ বাজারের দুইটি হোটেলে খোলা ও অপরিষ্কার পরিবেশে খাবার রাখার অপরাধে মোট তিন হাজার টাকা জরিমানা করা হয়। মেয়াদোত্তীর্ণ ওষুধ থাকায় একই বাজারে একটি ফার্মেসির মালিককে চার হাজার টাকা জরিমানা করা হয়।
বিডি প্রতিদিন/৫ জানুয়ারি, ২০১৭/ফারজানা