গণতন্ত্র রক্ষা দিবস উপলক্ষে ময়মনসিংহে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে মহানগর যুবলীগ।
বৃহস্পতিবার দুপুরে মহানগর যুবলীগ নেতা শাহিনুর রহমানের নেতৃত্বে গণতন্ত্র রক্ষা দিবস উপলক্ষে সার্কিট হাউজ মাঠে থেকে বের করা হয় শোভাযাত্রাটি।
নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে মোটরসাইকেল শোভাযাত্রাটি সার্কিট হাউজ মাঠে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মোয়াজ্জেম হোসেন বাবুল, পৌর মেয়র ইকরামূল হক টিটু, জেলা আওয়ামী লীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক ফারুক হোসেন, জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শওকত উসমান লিটন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শওকত জাহান মুকুল প্রমুখ।
বিডি প্রতিদিন/৫ জানুয়ারি, ২০১৭/ সালাহ উদ্দীন