বগুড়ার শেরপুর উপজেলায় কলাবোঝাই ট্রাকে অভিযান চালিয়ে ১০কেজি গাঁজাসহ চালক শহিদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ট্রাকটিও জব্দ করা হয়। গ্রেফতারকৃত শহিদুল কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সরকারপাড়া গ্রামের আকতার হোসেনের ছেলে।
বৃহস্পতিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-বগুড়া মহাসড়কের ধুনটমোড় এলাকায় অভিযান চালিয়ে উক্ত পরিমান গাঁজাসহ পুলিশ তাকে আটক করে। পরে দুপুরেই আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
বগুড়ার শেরপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) বুলবুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, কলাবোঝাই ট্রাকটি কুড়িগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে ট্রাকটি উক্ত স্থানে থামানো হয়। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে কলার ভেতর কৌশলে রাখা ১০কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি চালকসহ ট্রাকটি আটক করা হয়। এ ঘটনায় আটক চালকের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও বলে জানান এই পুলিশ কর্মকর্তা।