ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলার মাঝকান্দি এলাকা থেকে আজ সকালে অজ্ঞাত এক ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, ছিনতাই চক্রের সদস্যরা তাকে শ্বাস রোধ করে হত্যা করে তার ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে গেছে।
মধুখালী থানার ওসি মো. রুহুল আমিন জানান, আজ সকালে স্থানীয়রা সড়কের পাশে লাশ পড়ে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আজ দুপুর পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
বিডি প্রতিদিন/এ মজুমদার