৫ জানুয়ারি গণতন্ত্র রক্ষা দিবস পালন করেছে পিরোজপুর জেলা আওয়ামী লীগ।
বৃহস্পতিবার সকালে এ উপলক্ষে জেলা আওয়ামী লীগের আয়োজনে গোপালকৃষ্ণ স্বাধীনতা মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান খান তালুকদার।
বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার, জেলা আওয়ামী লীগের সদস্য ও পিরোজপুর পৌরসভার মেয়র আলহাজ মো: হাবিবুর রহমান মালেক, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সরদার মতিউর রহমান, কৃষক লীগের সভাপতি চাঁন মিয়া মাঝি, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপন।
এ দিকে ৫ই জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস পালন করেছে পিরোজপুর জেলা বিএনপি। সকালে আলমগীর হোসেনের নেতেৃত্বে মিছিল বের হলে সোনালী ব্যাংকের সামনে পুলিশ বাধা দিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।