রাজশাহীর বাগমারা উপজেলায় এক জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম শহীদুল ইসলাম (৩১)। তিনি উপজেলার শ্রীপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
বৃহস্পতিবার ভোরে উপজেলার কুঠিপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, শহীদুল ইসলাম থানার তালিকাভুক্ত জেএমবি সদস্য। তার নামে সন্ত্রাস বিরোধী আইনে মামলা আছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। সম্প্রতি এলাকায় ফিরে ফের তৎপরতা শুরু করেছিলেন। বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এরপর ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ওসি আরও জানান, শ্রীপুর ইসলামিয়া মাদ্রাসায় পড়াশোনা করা অবস্থায় শহীদুল ইসলামী শিবিরের রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ে। এ সময় শিবির শহীদুল নামে পরিচিতি পান। পরে তিনি ফাঁসির আদেশ কার্যকর হওয়া জঙ্গিনেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের হাত ধরে জেএমবির সঙ্গে জড়িয়ে পড়েন। তিনি বাংলাভাইয়ের ঘনিষ্ঠ ছিলেন।