বগুড়ায় গণতন্ত্রের বিজয় দিবস পালন করেছে আওয়ামী লীগ।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে শহরের সাতমাথাস্থ দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশ শহর আওয়ামী লীগের উদ্যোগে আহবায়ক রফি নেওয়াজ খান রবিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডাক্তার মকবুল হোসেন, সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, রাগেবুল আহসান রিপু, মকবুল হোসেন মুকুল, আবু সুফিয়ান শফিক, শেখ শামীম, শুভাশিষ পোদ্দার লিটন। সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।