বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সীমান্তে গুলি, মানবপাচার ও চোরাচালান বন্ধে আজ চাঁপাইনবাবগঞ্জের বকচর সীমান্তে বাংলাদেশ সীমানার ভেতরে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
জানা যায়, বিজিবি'র ১৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ১ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল সোহেল উদ্দিন পাঠান এবং বিএসএফ'র ১৪ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ৪ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট আরডি ডোগরা। পতাকা বৈঠকে সীমান্তে গুলিবর্ষণ না করা, হত্যা-নির্যাতন বন্ধ করা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধ, অবৈধ অস্ত্র-গোলাবারুদ বিস্ফোরক পাচার প্রতিরোধ, মানবপাচার প্রতিরোধ, অবৈধভাবে গবাদিপশুর প্রবেশ রোধ করা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে বলে জানান বিজিবি-১ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল সোহেল উদ্দিন পাঠান।
বিডি প্রতিদিন/এ মজুমদার