বগুড়ায় পুলিশী কাঁটাতারের মধ্যে কালো পতাকা মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। বৃহস্পতিবার বিকালে বগুড়া শহরের নবাববাড়ি সড়কের দলীয় কার্যালয় থেকে বের হওয়ার পর পুলিশের কাঁটাতারের মধ্যে পরে। পরে সেখানেই কালো পতাকা মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করে জেলা বিএনপি। এসময় শহরের পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের কড়া প্রহরা বসানো হয়। এতে করে উত্তেজনা সৃষ্টি হলেও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
জেলা বিএনপি'র সভাপতি ভিপি সাইফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, কেন্দ্রীয় নেতা মুক্তিযোদ্ধা মো. শোকরানা, বিএনপি নেতা অ্যাডভোকেট একেএম হাফিজুর রহমান, মোস্তফা আলী মুকুল, ফজলুল বারী বেলাল, লাভলী রহমান, পরিমল চন্দ্র দাস, অ্যাডভোকেট নাজমুল হুদা পপন, মেহেদী হাসান হিমু প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার